1a2

 

Shahnaz working at her studio.
Photo: Shaheen Talukdar


Shahnaz Sultana (Dolly) was fascinated by nature, its life forces and manifestations in terms of inner turmoil, from a very early age and has tried to continuously replicate it in her works. She was inspired by her elder brother, who like her, had a natural ability with sketching and painting. Her childhood was in Islamabad, Pakistan and later in Dhaka, Bangladesh where she moved in 1973 after the country became independent in 1972.

 She completed her Master's Degree at the University of Dhaka, Bangladesh, in Sociology though during her student period and subsequent years has primarily continued to devote herself to the world of art, challenging herself to learn new forms of expression. 

 Shahnaz sees art as a vehicle of exploration, a medium that allows her to represent and challenge the issues that her soul and womanhood in general, are perpetually struggling with. As an avid amateur painter hers has not been an easy journey; often beset with family responsibilities or social commitments. She has used her art often to question, to highlight, or to explore alternative worlds of pleasure and pain, often on the same canvas. Her messages can be apparent and bold or hidden in multiple minute icons where ‘the dots have to be connected by the viewer’, in her words. 

 She has stayed for extended periods in Malaysia and Australia, enabling her to observe and incorporate other cultures and responses into her artworks to create a means of expression which is both global and deeply personal. 

 Shahnaz has exhibited her work in Bangladesh and abroad. She won the Platinum Art Prize 2019, Thailand. In 2020 she got the Best Entry Award for an International Art Exhibition on covid-19 from the Indian Royal Academy of Art and Culture, India. She has been the chief judge for various children’s art contests, encouraging younger talent. Her solo exhibition ‘Kalantor’, held in 2022, at the Safiuddin Shilpalay in Dhaka, Bangladesh was a resounding success with the public and the city’s art circle. Shahnaz's main medium are drawings/sketches on paper, watercolour and acrylic/oil on canvas. Her work has been collected in Bangladesh and abroad. She is married, with one daughter who remains her largest source of energy and inspiration.

 

 শিল্প বিন্যাসে শিল্পী শাহনাজ
আবু জাফর
৭ ই ডিসেম্বর-২০২০ কিংস ল্যাংলী, যুক্তরাজ্য

পাহাড়ের পাদদেশে মেঘের ছোঁয়া,ঝর্নার প্লাবিত পানির শব্দ, পাখির গান, ঘাসফুলে প্রকৃতির অপূর্ব গালিচা সুন্দরে অপরূপা শহর ইসলামাবাদ। ওখানেই শুরু শিল্পী শাহনাজের প্রথম শিশু সময়। দেশ বিভাজনের পরে ১৯৭৩ সনে শুরু হয় নতুন মাটিতে নতুন সুন্দরে বুড়িগঙ্গা পাড়ে। কৃষ্ণচূড়ায় ঢাকা, বকুল ফুলের শুভ্রতা আর বেলী ফুলের মালা, নতুন শহর ঢাকা বাংলাদেশ। শিক্ষা জীবন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়। মনের অজান্তেই কখন যেন শাহনাজ আপ্লুত হয় প্রকৃতির ঐ নৈস্বর্গীয় রূপে। ছোট্ট বেলার খেলা ঐ পাহাড়ের পাদদেশে, মেঘমালা, ফুল, আকাশ, পাখির গান আর প্রকৃতির নিত্য নতুন দিনের পরিবর্তন। শুরু করে ঐ গুলোকেই নিজ সুন্দরে হাতের রেখায় পেন্সিল ও রঙে ছাপ দিতে কাগজে। শুরু হয় ছবি আঁকা, সুন্দরকে ধরে রাখা মনের আবিরে।

 বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তন হতে থাকে মনের অনুভতিরও। তাই চেষ্টা সুন্দরের সাথে কষ্টকে ধরে শিল্পরূপ দেয়া আর ঐ কস্টের অজানায় এক সুন্দরের পিছু নেয়া।বিয়ে হল। নতুন জীবন, যৌবনের তাড়না আর ভাবনালোকে নতুন রূপরস। এলো একটা কন্যা সন্তান। আনন্দে আপ্লুত। জীবনে নতুন জীবন। কিন্ত কোথায় যেন কি একটা অসম্পূর্ণ বাঁধা, বাঁধা জীবন। হাপিয়ে উঠছে প্রতিদিন। ভালো লাগা, ভালোবাসা সবকিছু যেন এক কুয়াশাজালে আবৃত। শুরু হল ঐ কুয়াশাজাল ছেড়ার প্রচেষ্টা নিজেকে এবং সাথে মেয়েকে নিয়েও।

 আবার পরবাসে পাড়ি। এবার মায়ের আকুতি মেয়েকে সভ্য সমাজে উচুঁ স্থানে দাড় করার। সাথে সন্ধানী মনের নেশা ছবি আঁকার গল্প রচনা। শুরু হল দেশ বিদেশে অন্বেষণ শিল্প সুন্দর আর নিজের মনের আকুতিতে শিল্প রচনা----- কষ্ট, ভালোবাসা, সমাজের অবহেলা আর বৈষম্য নারী কষ্ট। এসবগুলোই রঙে ও রেখার খেলাতে চিত্রকলা নির্মাণ। কখনও ছোট করে কাগজে, কখনও কাপড়ের ক্যানভাসে। আবার কখনও অন্য শিল্পীদের সান্নিধ্যে জানতে চাওয়া শিল্পরূপ। এরপরে নীরবে নিভৃতে নিজ ভূবনে আঁকতে থাকে শাহনাজ আর এখানেই খুঁজে পায় তাঁর জীবন সুন্দরের নতুন স্বাদ। কখনও কান্না, হাসি, ভালোবাসা, তিক্ততা, মুচকি হাসি আবার অজানা কল্পকাহিনী এসব নিয়েই এখন শাহনাজের শিল্প নির্মাণ। এ নির্মাণ এক ভিন্ন নতুন স্বাদে ভাবনার অবচেতনায় মনের অজানা গল্পকে কল্পকাহিনীর শিল্প বিন্যাসে রচনাই শিল্পী শাহনাজের শিল্প। অনেক অসুন্দরে নতুন সুন্দরের প্রতীক্ষাতে নতুন মনের খেলা রঙ বিন্যাসে, হাসি কান্নার ছলে ক্যানভাসে তুলির টান, মনেরই সুপ্ত এক নিবেদন শিল্পী শাহনাজের চিত্রকলা।



 

Designed & managed by abujafar Ltd
Copy right by abujafar Ltd. & DACS London, United Kingdom